খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে ডুমুরিয়া উপজেলার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ট্রাক চালক বাবুর অবস্থা খুব আশঙ্কাজনক।
ডুমুরিয়া থানর এসআই মোঃ শিহাব মোল্লা বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা ছেড়ে সাতক্ষীরাগামী ও সাতক্ষরা থেকে খুলনাগামী দুইটি ট্রাক ডুমুরিয়ার পূর্ব ঝিলেরডাঙ্গা এলকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে ট্রাকে থাকা হেলপার ও সহযোগীরা মারাত্মকভাবে আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে খুমেক হাসপাতালে প্রেরণ করে। তবে এদের মধ্যে ড্রাম ট্রাক চালক বাবুর অবস্থা আশঙ্কাজনক।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কনি মিয়া বলেন. সকাল সাড়ে ৯ টার দিকে ২ টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনা ৫ জন আহত হয়েছে। তবে কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। আহতদের মধ্যে ড্রাম ট্রাক চালক বাবুর অবস্থা গুরুতর।