খুলনার ডুমুরিয়ায় দুই পিচ ডাইমন্ডসহ ২ প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় খর্নিয়া বাজারের মফিজুরের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত জমাত মোল্লার ছেলে মোঃ আব্দুল হাই (৫০) ও একই এলাকার মৃত আবুল হোসেন খাঁর ছেলে মাহাবুব রহমান খাঁ (৪২)।
এব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাতক্ষীরার দুই প্রতারককে ডায়মন্ড সাদৃশ্য বস্তুসহ আটক করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রতারনা আইনে মামলার প্রস্তুতি চলছে।