জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ডুমুরিয়ায় এক মহিলাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সে উপজেলার চাকুন্দিয়া গ্রামের আব্দুস সাত্তার হালদারের কন্যা ইরানি বেগম(২৫)।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের সোহরার হালদারের ছেলে আমিনুর রহমান হালদার, মৃত আফতাব হালদারের ছেলে সোহরাব হালদার ও আব্দুস সালাম হালদার।
জানা যায়, মৃত আফতাব হালদারের ৬ ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ঘটনায় ইতিপূর্বে একাধিক বার ঝগড়া বিবাদ হয়েছে। তারই ধারাবাহিকায় রোববার সকালে আব্দুস সাত্তার হালদারের মেয়ে পিতার বাড়িতে বেড়াতে আসলে প্রতিপক্ষের ভাইয়েরা তাকে রাস্তায় আটকিয়ে পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
এব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, মহিলাকে পিটিয়ে জখম করার সংবাদে সাথে সাথে ঘটনাস্থলে অভিযান চালিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা হবে।