ডুমুরিয়ায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক জানায়, ডুমুরিয়া উপজেলার গোষ্ট বিহারী সানার ছেলে দিপঙ্কর সানা নামে এক মৎস্য ব্যবসায়ী সুন্দরবুনিয়া ব্রিজের মাথায় তার মাছের ডিপুতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করছিলেন। এ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পুশকৃত চিংড়িগুলো বিনষ্ট করা হয়।
খুলনা গেজেট/এমএম