ডুমুরিয়ার গুটুদিয়া মৌজার জোয়ারে বিলে কৃষি জমি ও চলাচলের জায়গা বালি দিয়ে ভরাট করে প্লট করা হচ্ছে। এতে কৃষকরা চিন্তিত হয়ে পড়েছে।
জানা যায়, উপজেলার গুটুদিয়া জোয়ারে বিলের ফসলের জমি ও চলাচলের জায়গা কিছু অসাধু জমি ব্যবসায়ী অল্প দামে ক্রয় করে সেখানে বালি ভরাটের কাজ শুরু করেছে। পরবর্তীতে প্লট আকারে বেশী দামে তা বিক্রি করা হবে। ওখানে বালি ভরাটের মাধ্যমে প্লট করা হলে বিলটিতে ধান উৎপাদন করা কঠিন হয়ে পড়বে। অধিকাংশ কৃষক মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।
এলাকা ও বাইরে থেকে আসা কয়েকজন ব্যক্তি মিলে ল্যান্ড প্রতিষ্ঠান খুলে খুলনায় বসে আছে। তাদের মাধ্যমে এ বিলে প্রায় ২ একর জমি ক্রয় করা হয়। পরবর্তীতে এলাকার প্রভাবশালী সাগর কাজী ওই প্রতিষ্ঠানের সাথে এক চুক্তিতে বালি ভরাটের দায়িত্ব নেন। সেই সুবাদে তিনি রাতের আধারে বালি ভরাট করছেন। এ বিলে বালি ভরাট করে প্লট হলে আবাদি জমি বিলীন হয়ে যাবে। পাশাপাশি রাজস্ব ঘাটতি থেকে যাবে। কারণ ওখানে বড় বড় বিল্ডিং করা হবে। অথচ জমির শ্রেণী বিলান থেকে যাবে। সরকারি ও এলাকার স্বার্থে এবং আবাদি জমি টিকিয়ে রাখতে এ বালি ভরাট বন্ধ করা প্রয়োজন বলে মনে করে এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ বলেন, অসাধু ওই সব লোক রাতের বেলায় কাজ করছে। এর আগে দিনের বেলায় কাজ করছিল। সেটা বন্ধ করা হয়েছিল। তবে ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট / আ হ আ