খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান শহীদ শেখ রবিউল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে শরাফপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোরঞ্জন দাস।
সভায় বক্তারা রবি খুনিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
বিএনপি নেতা আজমল হুদা মিঠুর সঞ্চালনায় আরো বক্তব্যদেন, বিএনপি নেতা হেমায়েত রশিদ খান, রবির বড় ভাই এসকে নাছির উদ্দীন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই, রবির ভাই শেখ মুঞ্জুরুল ইসলাম, ইউপি সদস্য মো: হাবিবুল্লাহ বাবলু, মোস্তাফিজুর রহমান সুজা, শেখ মোস্তাহিন, এ্যাড গাজী মশিউর রহমান, শিক্ষক সরদার আব্দুল লতিফ, শেখ জাফর ইকবাল সেতু প্রমুখ। দোয়া পরিচালনা করেন খতিব মুফতি মাওলানা আব্দুর রশিদ।
২০২৪ সালের ৬ জুলাই গুটুদিয়া ওয়াপদা রাস্তা নামকস্থানে সন্ত্রাসীর ছোড়া গুলিতে আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম নিহত হন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবির স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে ঘটনার পরদিন ৫/৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজারভুক্ত আসামী বিশ্বাস প্রোপার্টিজের সিও আ’লীগ নেতা আজগর বিশ্বাস তারা, গুটুদিয়া গ্রামের বাবুসহ তিনজনকে গ্রেপ্তার করে।
খুলনা গেজেট/এমএম