খুলনা, বাংলাদেশ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪

Breaking News

  সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  ৪৯ টাকা কমে ১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৩৯৩ টাকা
  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

ডিজেলের দাম-বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির

গেজেট ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর ঢাকা মহানগর ব্যতীত সারা দেশের মহানগরগুলোতে এবং আগামী ১২ নভেম্বর জেলা শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।’

জ্বালানি তেলের মূল্য ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বাইরে মহানগর ও জেলা শহরগুলোতে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার ও শুক্রবার এ কর্মসূচি পালিত হবে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এক মানববন্ধনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর ঢাকা মহানগর ব্যতীত সারা দেশের মহানগরগুলোতে এবং আগামী ১২ নভেম্বর জেলা শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলামসহ আরও অনেকে।

মির্জা ফখরুল বলেন, পকেটমার সরকার পরপর দুবার জনগণের পকেট মেরেছে। একবার এলপিজির দাম বাড়িয়ে পকেট কাটল। এরপর ডিজেলের দাম বাড়িয়ে আবার জনগণের পকেট কাটল। পেট্রোলিয়াম করপোরেশনের প্রায় ৪৩ হাজার কোটি টাকা লাভ হয়েছে বিগত দিনে। আগে যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গিয়েছিল, তখন এ পেট্রোলিয়াম সংস্থা দাম কমায়নি। উচ্চ দামে সব কিছু তারা জনগণের পকেট থেকে কেটে নিয়ে গেছে। আজ যখন আন্তর্জাতিক বাজারের দাম বাড়ছে তখন ওই সংস্থার লোকজন বলছে, আগের দামেই আরও ছয় মাস চলতে পারত। কিন্তু সেটা তারা করেননি। কারণ এ সরকারের চরিত্র হচ্ছে লুট করা। তারা একদিকে জনগণের পকেট মারছে, অন্যদিকে নিজেদের পকেট ভারি করছে। আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।

তিনি বলেন, আজ আওয়ামী লীগের মন্ত্রী যারা দায়িত্বে, তারা কেউ জনগণের কল্যাণের কথা চিন্তা করেননি। যার ফলে অর্থনৈতিকভাবে তারা এ দাম বাড়িয়ে দিয়েছেন। আপনারা জানেন জ্বালানির দাম বাড়ার ফলে দেশে সবকিছুর দামই বাড়বে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ যখন ২০০৮ সালে নির্বাচন করে, তখন তারা কথা দিয়েছিল জনগণকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। এখন চালের দাম ৬০/৭০ টাকা। সবকিছুর দাম বেড়েছে। তাদের জিজ্ঞাসা করলে তারা বলে উন্নয়ন দিচ্ছে। এমন উন্নয়ন দিছে আমরা নাকি দেখতে পাই না। তারা উড়াল সেতু করছে, মেগা প্রজেক্ট করছে। কিন্তু আমাদের সাধারণ মানুষের কি হচ্ছে, তারা দিন থেকে দিন শুধু গরিবই হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে, সচেতনভাবে বাংলাদেশের সব অর্জনগুলো ধ্বংস করে দিচ্ছে। এখন যে ভোট হচ্ছে, তাতে আওয়ামী লীগ-আওয়ামী লীগই মারামারি করছে। কয়েক মাসের মধ্যে ৮৭ জন মারা গেছে। ভোটকেন্দ্রে জনগণ ভোট দিতে যায় না, তারাই ভোট দিয়ে শেষ করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!