খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ, এক লাইনে ট্রেন চলাচল বন্ধ
  বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় কাল
  গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  কানাডায় ট্রুডোর উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রীর শপথ নিলেন কার্নি

ডিজিটাল এ্যাওয়ার্ড পাওয়ায় খুলনা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ই-গভর্নেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান) ক্যাটাগরিতে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ পুরস্কার প্রাপ্ত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার ‘গোপনীয় শাখা’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’- এ প্রতিপাদ্য সামনে রেখে ‘৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০’ উপলক্ষে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম এর নিকট থেকে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন পিএএ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য ই-গভর্ণেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান) ক্যাটাগরিতে “ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০” পুরস্কার পেয়েছেন। তাঁর এ পুরস্কার প্রাপ্তিতে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার ‘গোপনীয় শাখা’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাদিকুর রহমান খান, নেজারত ডেপুটি কালেক্টরেট এস. এম. রাসেল ইসলাম নূর, গোপনীয় শাখার সহকারী কমিশনার তকী ফয়সাল তালুকদার, জেলা প্রশাসকের ব্যক্তিগত সহকারী সেখ মো: হুমায়ুন কবীর ও গোপনীয় সহকারী মো. মেসবাহ উদ্দীন। সূত্র : খবর বিজ্ঞপ্তি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!