খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়
  গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, কয়েকজন আহত; যাত্রীবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ডাঃ রওগন আরার বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতি‌বেদক

সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মময় জীবন শেষে অবসর গ্রহণ করেছেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র খুলনার মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ বেগম রওগন আরা। শনিবার (৬ আগষ্ট) পথচলার সঙ্গী সহকর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়ে প্রিয় কর্মস্থল থেকে বিদায় নেন তিনি।

হাজারো নবজাতক শিশু ও তাদের মায়ের জীবনের কঠিনতম সময়ে শয্যাপাশে অবস্থান নিয়ে অক্লান্ত সেবা দিয়েছেন যে কর্মস্থলে, বিদায়ের সময় অতীতকে স্মরণ করে বারবার অশ্রুসিক্ত হয়েছেন। চোখ ভিজেছে সবার। তবে সরকারি চাকরি থেকে অবসর নিলেও পেশা থেকে অবসর নেননি জানিয়ে তিনি বলেন, আমি ছিলাম-আছি-থাকবো।

এ উপলক্ষে সন্ধ্যায় এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নতুন মেডিকেল অফিসার ডাঃ বাণী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনার খুলনা বিভাগীয় পরিচালক হাবিবুল হক খান।

বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর ডায়াবেটিস হসপিটালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ইমিরিটাস ডাঃ শেখ ইউনুস আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের খুলনা মহানগর সভাপতি ডাঃ সামছুল আহসান মাসুম, ডাঃ মোঃ জাহিদ হোসেন, ডাঃ এ বি এম দ্বীন মোহাম্মদ খোকা ও ডাঃ তাহেরা অমিন।

বক্তব্য রাখেন সৈয়দ তানভির আশরাফ, আলহাজ মোঃ আব্দুস সবুর, কাজী সুলতানা জাহান ও অঞ্জনা রাণী মন্ডল। মানপত্র পাঠ করেন শারমিন। এ সময় মঞ্চে ডাঃ রওগন আরার সন্তান ডাঃ নাদিয়া তাবাসসুম তিসা, নাফিস ফুয়াদ বিন ইউনুস ও তাসিম ফুয়াদ বিন ইউনুস উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!