যশোরে রিন্টু হোসেন মিন্টু (২৬) নামে এক ট্রাকচালককে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা।
আশংকাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিন্টু সদর উপজেলার আড়পাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে। পূর্বশত্রুতার জের হিসেবে একই এলাকার শাকিল ও জুয়েল তাকে কুপিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরতলির বাহাদুরপুর আড়কান্দা বাওড়ের পাশে এ হামলার ঘটনটি ঘটে।
আহত রিন্টু হোসেন বলেন, আমি আন্ত:জেলা ট্রাকচালক। বৃহস্পতিবার রাতে বেনাপোল থেকে ট্রাক নিয়ে শেখহাটি হাইকোর্ট মোড়ে গাড়ি রেখে বাড়ি যাচ্ছিলাম। পথে রাত সাড়ে ১১টার দিকে বাওড়ের কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে জুয়েল ও শাকিল তাকে গাছি দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার দুই হাতে ১০ থেকে ১২টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার শাইফুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, তার অবস্থা আশংকাজনক। তবে ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে। অপরাধী শনাক্ত করে তাদেরকে আটক করা হবে।
খুলনা গেজেট/এএ