খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচাপায় দুই সবজি বিক্রেতা নিহত
  গাজীপুরের শ্রীপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট কিংবা ওডিআই সংস্করণে যেকোনো দেশকেই গর্জন শোনায় টাইগাররা। প্রতিটি দলের বিপক্ষেই বেশ শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। এবার টি-টোয়েন্টিতে নিজেদের মেলে ধরেছে বাঘেরা। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া বধের পর নিউজিল্যান্ড বধের মিশনে প্রথমেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ।

বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ দল। সবমিলিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে সাত নম্বরে উঠে এসেছে টাইগাররা। চলতি সিরিজে জয় পেলে র‍্যাংকিংয়ে ৫ নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে বাংলাদেশের।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। তাতে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সাতে উঠে এসেছে টাইগাররা।

কদিন আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। অবস্থানের পরিবর্তন না হলেও এমন জয়ের ফলে অস্ট্রেলিয়া সিরিজ শেষে ১২ রেটিং পয়েন্ট বেড়েছিল টাইগারদের।

যার ফলে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করে মাহমুদউল্লাহর দল। প্রথম ম্যাচ জয় পাওয়ায় ৪ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। তাতে ২৩৮ রেটিং নিয়ে টাইগারদের অবস্থান এখন সাতে।

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে টপকে সেরা পাঁচে ওঠে আসারও সুযোগ রয়েছে বাংলাদেশের। নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে ১৪।

এমনটা হলে নিউজিল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশের রেটিং হবে ২৪৮। তাতে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে পাঁচে উঠবে বাংলাদেশ। এদিকে টাইগারদের বিপক্ষে হোয়াইটওয়াশ হলে তিন থেকে চারে নেমে যাবে নিউজিল্যান্ড।

২৭৮ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড। তালিকার দুইয়ে রয়েছে ভারত। যেখানে এই দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র ৫। তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ছয়ে অস্ট্রেলিয়া। এ ছাড়া আটে আফগানিস্তান, নয়ে শ্রীলঙ্কা এবং দশে ওয়েস্ট ইন্ডিজ।

একনজরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ দশ

১ম – ইংল্যান্ড – ২৭৮ রেটিং পয়েন্ট
২য় – ভারত – ২৭৩ রেটিং পয়েন্ট
৩য় – পাকিস্তান – ২৬১ রেটিং পয়েন্ট
৪র্থ – নিউজিল্যান্ড – ২৬০ রেটিং পয়েন্ট
৫ম – দক্ষিণ আফ্রিকা – ২৪৬ রেটিং পয়েন্ট
৬ষ্ঠ – অস্ট্রেলিয়া – ২৪০ রেটিং পয়েন্ট
৭ম – বাংলাদেশ – ২৩৮ রেটিং পয়েন্ট
৮ম – আফগানিস্তান – ২৩৬ রেটিং পয়েন্ট
৯ম – শ্রীলঙ্কা- ২৩৫ রেটিং পয়েন্ট
১০ম – ওয়েস্ট ইন্ডিজ – ২৩৪ রেটিং পয়েন্ট




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!