খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

টানা ৩য় বার সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস

চৌগাছা প্রতিনিধি

টানা ৩য় বারের মতো বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হলেন যশোরের চৌগাছার কৃতি সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার আনুষ্ঠানিক ভাবে তাকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন পরিচলনা কমিটি।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৯৭০ সালে চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামে জন্ম গ্রহণ করেন এবং বড়খারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনী পাশ করেন। বর্তমানে তিনি ঝিনাইদাহ জেলার মহেশপুর পৌরসদরের হামিদপুর কদমতলায় স্থায়ী হিসাবে বসবাস করে আসছেন। সে সময় তার পিতা মোঃ নজরুল ইসলাম ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর পৌরসভায় চাকুরি করার সুবাদে তিনি মহেশপুর পাইলাট মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৮৬ সালে এসএসসি পাশ করে, এরপরে ১৯৮৮ সালে যশোর ক্যান্টনম্যান্ট কলেজ থেকে বোর্ড ষ্টান্ডসহ এইচএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি অনার্স পাশ করেন এবং তিনি আইন পেশায় যোগ দেন। পেশায় যোগদানের পরে তিনি বাংলাদেশ সরকারের কুটনৈতিক হিসাবে লন্ডনে যান এবং চাকরির পাশাপাশি তিনি ব্যারিস্টারি ভর্তি হন এবং সুনামের সাথে ব্যারিস্টারি ডিগ্রী অর্জন করেন। তিন বছর চাকরি করার পরে তিনি আবারও বাংলাদেশে ফিরে এসে আইন পেশায় যোগদান করেন।

উল্লেখ্য,গত ১৫ ও ১৬ মার্চ উৎসবমুখর পরিবেশে সুপ্রিম কোর্ট বারে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ব্যালট পেপার গণনা সম্পন্ন হলে সম্পাদক পদে আবদুল নুর দুলালের পরাজয় নিশ্চিত হওয়ায় তার পক্ষে একদল বহিরাগত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় নজিরবিহীন বিশৃংখলা সৃষ্টি করে। সুপ্রিমকোর্ট বার নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক এ ওয়াই মশিউজ্জামনসহ নির্বাচন অনুষ্ঠানে জড়িত সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!