বেশ লম্বা সময় ধরে ব্যস্ত সময় পাড় করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে এখনও দেশে ফিরেনি টাইগাররা। দেশে ফিরে দিন কয়েক বিশ্রাম নিয়েই জিম্বাবুয়ের উদ্দেশ্যে সিরিজ খেলতে রওয়ানা দেবে লাল সবুজের প্রতিনিধিরা।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। থাকছে না কোনো টেস্ট ম্যাচ। তবে ওয়ানডে সিরিজের খেলাগুলো আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ নয়।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার জানায় সফরটি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৩০ জুলাই। এর পর ৩১ জুলাই দ্বিতীয় ম্যাচ আর সিরিজের শেষ ম্যাচটি হবে ২ আগস্ট।
এর পর ওডিআই সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৫ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট। সফরের সব কটি ম্যাচের ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব।
টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায় আর ওয়ানডে ম্যাচগুলো দেখা যাবে দুপুর দেড়টায়।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার জানায়, ২৬ জুলাই ক্রিকেটারদের প্রথম বহর দেশ ছাড়বে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মতোই কয়েক দফায় জিম্বাবুয়ে যাবে টাইগাররা।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সিনিয়রদের সবাই খেললেও থাকছেন না বাঁহাতি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পারিবারিক কারণে তিনি ছুটি নিয়েছেন সিরিজ থেকে।