টেস্টের পর এবার বাংলাদেশের সামনে ওয়ানডে মিশন। আফগানিস্তানের বিপক্ষে বুধবার (৫ জুলাই) তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে তামিম ইকবাল বাহিনী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঈদুল আজহার ছুটি ঠিক মতো কাটাতে পারেনি টাইগাররা। এরমধ্যেই আবার নেমে পড়তে হচ্ছে মাঠে। টেস্টের পর সাগর পাড়ের স্টেডিয়ামে আফগান বধের নতুন কাব্য রচনা করতে চায় তামিম বাহিনী।
পিঠের চোটের কারণে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হয়নি তামিম ইকবালের। এখনও চোট পিছু ছাড়েনি তাকে। তা সত্ত্বেও ওয়ানডে সিরিজে থাকছেন তিনি। মঙ্গলবার (৪ জুলাই) সংবাদ সম্মেল্লনে এসে দলপতি জানান, পুরো ফিট না হলেও তিনি প্রথম ওয়ানডেতে খেলবেন।
বাংলাদেশের পেস অ্যাটাক আছে দারুণ ছন্দে। এবাদত, হাসান, তাসকিনরা পারফর্ম করছেন ধারাবাহিকভাবে। কাটার মাস্টার মুস্তাফিজ ভালো ফর্মে না থাকলেও তার ওপর থেকে আস্থা হারাতে নারাজ অধিনায়ক। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নতুন কিছুর আভাস দেন তিনি।
টেস্টে হারের পর ওয়ানডেতে পূর্ণ শক্তির দল নিয়েই এসেছে আফগানিস্তান। দলে আছে রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিবসহ নিয়মিত সব মুখ। স্পিন ও পেস বোলিং অ্যাটাক বিশ্বমানের হওয়ায় জয় ভিন্ন অন্য কোনো কিছু ভাবছে না আফগানিস্তান।
খুলনা গেজেট/এমএম