খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচাপায় দুই সবজি বিক্রেতা নিহত
  গাজীপুরের শ্রীপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

টাইগারদের এমন পারফরম্যান্সে মুগ্ধ বোল্ট

ক্রীড়া ডেস্ক

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে চার ব্যাটারের হাফসেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪০১ রান করেছে টাইগাররা। ৪ উইকেট হাতে রেখে ৭৩ রানে এগিয়ে বাংলাদেশ। এমন পারফরম্যান্সে প্রশংসায় ভাসছে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টও বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ।

বাংলাদেশের ব্যাটাররা অনেক ভালো করেছে মনে করেন বোল্ট, বলেন, ‘বাংলাদেশ খুব ভালো খেলেছে। এখন পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে তারাই। আমাদের একের পর এক স্পেল করে যেতে বাধ্য করেছে তারা। এটাই আসলে টেস্ট ক্রিকেট। অবশ্য আমরা এখন যে অবস্থায় আছি, ম্যাচ খুব একটা বেরিয়ে যায়নি। শেষ বেলায় দুটি উইকেট নিতে পেরে ভালো লাগছে। আশা করছি শেষ পর্যন্ত এগিয়েই থাকব আমরা।’

এই কিউই পেসার আরও বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। এখানে তারা খুবই ভালো ব্যাট করেছে। তারা উন্নতি করছে। আমরা তাদের হালকাভাবে নেইনি। ম্যাচ এখনও সমতায় আছে। দুই দলের জন্যই বড় পরীক্ষা হতে যাচ্ছে এই ম্যাচ।’

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সফল বোলার বোল্ট। তাঁর সঙ্গে আছেন নিল ওয়াগনার। দুজনই তিনটি করে উইকেট নিয়েছেন। উইকেটশূন্য টিম সাউদি, কাইল জেমিসন ও রাচিন রবীন্দ্র।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!