অপরিবর্তিত একাদশ
প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশনই ধরে রেখেছে বাংলাদেশ। অর্থাৎ আজ দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
টস
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
পরিস্কার আবহাওয়া
চট্টগ্রাম থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জুবাইর জানিয়েছেন, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পড়ন্ত বিকালের আবহাওয়া বেশ পরিস্কার। প্রথম ম্যাচের মতো আকাশে কালো মেঘের ঘনঘটা নেই। পরিস্কার আকাশ। তবে বাতাস তেমন নেই। প্রথম ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে, দ্বিতীয় ম্যাচ হবে তার পাশের উইকেটে।
প্রথম ম্যাচে বোলারদের দাপট ও তানজিদ
প্রথম ম্যাচে ৩৮ রানে ৬ উইকেট হারানোর পর ১২৪ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছিলেন ৩টি করে উইকেট। ২ উইকেট মেহেদী হাসানের। দাপট দেখিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। আর সে ম্যাচে টি–টোয়েন্টি অভিষেকে ৬৭ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত থেকে জিতিয়েছিলেন ওপেনার তানজিদ হাসান।
স্বাগতম
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ।
গত শুক্রবার প্রথম ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজও কি আসবে জয়? প্রথম ম্যাচ জয়ের পর দলের সবার পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন সেই আশার কথাই জানিয়েছিলেন।
খুলনা গেজেট/এএজে