বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে পাকিস্তান। সেই জয়ের স্মৃতি নিয়ে আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাবর আজমের দল। শারজাহতে ম্যাচটিতে টস জিতে আগে বোলিংয়ে নামে পাকিস্তান।
বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে এর আগে কখনোই জয় দেখা পায়নি পাকিস্তান। টি-টোয়েন্টি বা ওয়ানডে বিশ্বকাপ—সব মঞ্চেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এবার সেই ইতিহাস বদলে দিলেন বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ভারতকে হারানোর ইতিহাস গড়ে পাকিস্তান।
ভারতের পর এবার আরেকটি কঠিন দল নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখতে টস জিতে বোলিং নিয়েছেন বাবর আজম। বিশ্বকাপে নিউজিল্যাল্ডের এটি প্রথম ম্যাচ।
পাকিস্তান বিশ্বকাপ দল : বাবর আজম, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলী, শোয়েব মালিক, আজম খান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাসনাইন।
নিউজিল্যান্ড বিশ্বকাপ দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম, কলিন মানরো, টম ব্লান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
খুলনা গেজেট/ এস আই