খুলনা, বাংলাদেশ | ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪

Breaking News

  কাল থেকে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সুন্দরবনের গহিনে জ্বলছে আগুন
  দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি
  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ঝিকরগাছায় বিআরডিবি’র প্রশিক্ষণ

ঝিকরগাছা প্রতিনিধি

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি’র ২০২০-২১ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় বরাদ্দকৃত সমবায় সুফলভোগী সদস্যদের দিনব্যাপি দক্ষতা উন্নয়ন পশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ঝিকরগাছা উপজেলা বিআরডিবি কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন যশোর সরকারী হাঁস-মুরগী খামারের সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ সফিকুর রহমান (পিএইচডি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যশোরের উপ-পরিচালক তপন কুমার মন্ডল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বি এম কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী বিআরডিবি অফিসার এস এম শাখির উদ্দিন, শহিদুল্লাহ লিমন, হিসাবরক্ষক সোহানুর রহমান, মাঠ সংগঠক জেসমিন সুলতানা প্রমূখ। প্রশিক্ষনে ৩০ জন বিআরডিবি’র সদস্য অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে গরু খামারী অমৃতবাজার স্কুলপাড়া মহিলা সমিতির সদস্য মোফাসারা বেগমকে ১ লাখ টাকা ও বারবাকপুর বহিলা পাড়া মহিলা সমিতির সদস্য তাহেরা বেগমকে ১ লাখ ৩০ হাজার টাকা ৪% লভ্যাংশে ঋন প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!