খুলনা, বাংলাদেশ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দে‌শের রাজনী‌তি‌তে আওয়ামী লীগ নি‌ষিদ্ধ
  ভারত ও পাকিস্তানে ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ কার্যকর, সংকট সমাধানে নিরপেক্ষ ভেন্যুতে আলোচনা হবে

ঝিকরগাছার ইউএনও আরাফাত সপরিবারে করোনায় আক্রান্ত

যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান। তিনি বলেন, ইউএনও আপাতত নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান জানান, মানব সেবাই পরম ধর্ম। আর সেই ধর্ম পালন করতে গিয়ে আমি ও আমার পরিবার করোনা আক্রান্ত হয়েছি। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবো।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩২৫জন করোনায় আক্রান্ত হয়েছেন ও একজন মৃত্যুবরণ করেছেন বলে জানান মেডিকেল অফিসার ডাঃ আমিরুল ইসলাম। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথম ডোজ করোনা ভ্যাকসিন নিয়েছেন ৬ হাজার ৮শ’ ৬৬ জন ও চলমান দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ হাজার ৮শ’ জন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রশিদ রায়হান।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!