জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে টাইগাররা। তবে তাওহিদ হৃদয় ও জাকের আলির ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে দলীয় ২২ রানে উইকেট বিলিয়ে দেন লিটন। ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার।
এরপর ক্রিজে এসেই সাজঘরের পথ ধরেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। দলীয় ২৯ রানে ৪ বলে ৬ রান করে রাজার বলে বোল্ড হন তিনি। দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
শান্তর বিদায়ের পর ক্রিজে আসা হৃদয়কে সঙ্গে নিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হন তানজিদ তামিম। দলীয় ৬০ রানে ২২ বলে ২১ রান করে আউট হন তানজিদ তামিম। এরপর ক্রিজে আসেন জাকের আলি।
জাকেরকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হৃদয়। এই দুই ব্যাটের মারমুখী ব্যাটিংয়ে চাপ সামাল দেয় বাংলাদেশ। ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
খুলনা গেজেট/এএজে