যশোর সদর উপজেলার কচুয়া দিয়াপাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধে কাজী নাইমুর রহমান হিমেল নামে ওই ব্যক্তির মৃত্যুর ঘন্টা কয়েকের মধ্যে রহস্য সৃষ্টি হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিপক্ষের সঙ্গে গোলযোগের সময় অসুস্থ হয়ে পড়লে হিমেলকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। এসময় জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে ধারণা থেকে স্বজনরা তার মৃতদেহ বাড়ি নিয়ে যান। কিন্তু নিহতের মা লুৎফুন নাহার খুলনা থেকে এসে ছেলের মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেন। পরে ফের ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে আনা হয়।
নাইমুরের স্ত্রী তামান্না রহমান দাবি করেন তার স্বমীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
মা লুৎফুন নাহার জানান এর আগেও জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা হিমেলকে কয়েকবার মারপিট করেছে । এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি করেন তিনি।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। এ বিষয়ে তদন্ত হবে।
খুলনা গেজেট/কেডি