যশোরের চৌগাছায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সর্বশেষ একদিনে শিশুসহ আরও আট ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার আরও ৮ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্তরা হলেন, পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিশ্বাসপাড়া মহল্লার জয়নুল আবেদিন (৬৭), একই ওয়ার্ডের কলেজপাড়ার তানভীর সাকিব (২৬), ১নং ওয়ার্ডের ইছাপুর মহল্লার হাশেম আলী (৩৮), উপজেলার স্বরুপদাহ গ্রামের সজিব হোসেন (১১), নারায়নপুর গ্রামের শিশু জুয়েল রানা (৮), সুখপুকুরিয়া ইউনিয়নের সাবানা বেগম (৫০), ফতেপুর গ্রামের রাহাজ্জার হোসেন (৬৮) ও পাশ্ববর্তী মহেশপুরের সুন্দরপুর গ্রামের সুমি খাতুন (৬০)।
এর আগে শনিবার পৌরসভার বিশ্বাসপাড়া মহল্লার সোনালী খাতুন (৪৯) নামের আরও একজন করোনায় আক্রান্ত হয়ে ছিলেন বলে জানা গেছে।
এছাড়া পৌর সদরসহ উপজেলার বিভিন্ন গ্রামের অনেকেই করোনা উপসর্গ নিয়ে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়ায় বাড়িতে থেকে নানা ধরনের ওষুধ সেবন করছেন। শেষমেষ যখন ওষুধে কোন কাজ হচ্ছেনা তখনই কেবল পরীক্ষার জন্য হাসপাতালে ছুটছেন। এই পরিস্থিতিতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পৌরসদর সহ উপজেলার বিভিন্ন গ্রামে ইতোমধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছেন সেই পরিবারের অন্য সদস্যরা কোন স্বাস্থ্যবিধি মানছে না অভিযোগ উঠেছে। তারা পাড়া মহল্লা, হাট-বাজর সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছে। এতে করে করোনা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার শংকা দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার লাকি জানান, যত দিন যাচ্ছে করোনা রোগীর সংখ্যা ততই বাড়ছে। শনিবার নমুনা পরীক্ষা করে রবিবার ৮ জনের পজেটিভ এসেছে। এই অবস্থায় ছোট বড়, ভ্যাকসিন নেয়া বা না নেয়া সকলকেই কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় করোনা সংক্রমণ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়বে।
খুলনা গেজেট/এমএইচবি