খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২
২০৫ হেক্টর মুগ আর ২শ’ হেক্টর চাষ হয়েছে মাস কলাই

চৌগাছায় ৪শ’ ৫ হেক্টর জমিতে কলাইয়ের চাষ, বাম্পার ফলনের আশায় চাষিরা

মহিদুল ইসলাম, চৌগাছা

যশোরের চৌগাছায় চলতি মৌসুমে ৪শ’ ৫ হেক্টর জমিতে কলাই চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এ বছর বাম্পার ফলন হবে বলে মনে করছেন চাষিরা। তবে অন্য সব ফসলের তুলনায় খরচ তুলনামূলক অনেক কম থাকায় দিন দিন বাড়ছে এই কলাইয়ের চাষ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার কিছু নিচু এলাকা বাদে কমবেশি প্রায় সব মাঠেই কলাই চাষ হয়েছে। বিগত বছর গুলোর মতই চলতি মৌসুমে কৃষকরা কলাই চাষ করেছেন। এ বছর গোটা উপজেলাতে ৪শ’ ৫ হেক্টর জমিতে চাষ হয়েছে কলাই। এর মধ্যে মুগ ২০৫ আর মাস কলাই চাষ হয়েছে ২শ হেক্টর জমিতে। আবহাওয়া ভাল থাকলে বাম্পার ফলন হবে বলে মনে করা হচ্ছে।

উপজেলার কদমতলা, মাশিলা, মাধবপুর, খড়িঞ্চা, আন্দারকোটা, হাজরাখানা, টেংগুরপুর গ্রামের মাঠে যেয়ে দেখা যায়, ব্যাপক ভাবে কলাই চাষ হয়েছে। কদমতলা মাঠে কলাই ক্ষেত পরিচর্যা ব্যস্ত কৃষক জাহাঙ্গীর আলম।

এ সময় তিনি জানান, কলাই অত্যন্ত লাভজনক একটি ফসল। অন্য ফসলের মত কলাই চাষের জন্য কৃষককে সে ভাবে পরিশ্রম কিংবা সার সেচ ও কীটনাশক ব্যবহার করতে হয় না। বলা চলে স্বল্প খরচে এই ফসল উৎপাদন হয়। বর্তমানে প্রতিটি কলাই ক্ষেত ফুলে ফুলে ভরে উঠেছে। ওই মাঠে কৃষক রহমত আলী, আয়ুব হোসেন, মনিরুল ইসলাম, হায়দার আলী, আমির হোসেন, সুনা মন্ডলসহ অনেকেই মুগ ও মাস কলাই চাষ করেছেন।

মাস কলাই দিয়ে কুমড়া বড়ি তৈরি হয়। সে কারণে গ্রামের প্রতিটি পরিবারের কাছে খুবই প্রিয় মাস কলাই। আর মুগ কলাই হচ্ছে ডালের জন্য বিখ্যাত। এই ডাল গ্রাম কি শহর প্রতিটি পরিবারের সদস্যের কাছে খুবই প্রিয় খাদ্য। আর ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে কৃষক কলাই ঘরে তুলতে পারবে। তবে বরাবরের মত কৃষক শংকায় আছেন।

 

খুলনা্ গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!