যশোরের চৌগাছা পল্লীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার পাশাপোল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত শিশু পাশাপোল গ্রামের পশ্চিম পাড়ার আব্দুর রহিমের মেয়ে সুমাইয়া খাতুন।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে শিশু সুমাইয়ার মা বাড়িতে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছু সময় ধরে মেয়েকে দেখতে না পেয়ে বাড়ির সকলে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুর পাড়ে গিয়ে সুমাইয়াকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক খন্দকার জুলফিকার ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ এসজেড