যশোরের চৌগাছায় নির্মাণাধীন ডাক্তার আনিছুজ্জামান মেডিকেল কলেজ ও হাসপাতালের দশতলা ভবনের লিফটের নিচে পড়ে সোহান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে ভবনের তৃতীয়তলায় দাড়িয়ে থাকার সময় দুর্ঘটনাবশত পা পিছলে লিফটের ল্যান্ডফ্লোরে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। সোহান পাবনার সুজানগর উপজেলার চিনখিরা গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।
শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে শহরের কড়ইতলা এলাকায় নির্মাণাধীন দশতলা ভবনে এ ঘটনা ঘটে। তবে বিকেল পাঁচটার দিকে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
ডিভাইন গ্রæপের চৌগাছার ব্যবস্থাপক হাদীউজ্জামান সাগর বলেন, সোহান শুক্রবার তিনটার দিকে রড মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করার জন্য এসেছিলো। দুপুরের খাবার আগে নির্মানাধীন ভবন ঘুরে দেখার কোন একফাঁকে লিফটের পাশে দাড়িয়ে থাকার সময়ে পা পিছলে নীচে পড়ে যায়। এসময মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে সে পড়ে ছিলো। কিছুক্ষণ পর অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দেখেন সে মারা গেছে। পরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্ত করার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত পড়ে গিয়ে সে মারা যায়।