যশোরের চৌগাছা পৌরবাসীর বহু কাংখিত সাপ্লাই পানি সরবরাহের জন্য চলমান কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে খবর পাওয়া গেছে। নির্মিত হচ্ছে সুবিশাল পানির ট্যাংক ও পানি শোধনাগার। ইতোমধ্যে মেইন সড়কের পাশ দিয়ে পানির পাইপ লাইন বসানোর কাজও শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে এ বছরের শেষ অথবা আগামী বছরের প্রথম দিকেই এর সুফল পাবে পৌরবাসী এমনটিই মনে করছেন সংশ্লিষ্ঠরা।
সূত্র জানায়, বর্তমান সরকার দেশের ১৯ জেলার ৩০টি পৌরসভায় পানি ও স্যানিটেশন সুবিধার লক্ষ্যে ১ হাজার ৭’শ ৫১ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প হাতে নেয়। ৩০টি পৌরসভার মধ্যে ১টি হচ্ছে যশোরের চৌগাছা পৌরসভা।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মীর আব্দুস শাহিদ গত বছরের ৫ অক্টোবর এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর হতেই বিরামহীন ভাবে চলছে পৌরবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি সরবরাহের কাজ। পৌরসভা চত্ত্বরে নির্মিত হচ্ছে দ্বিতল ভবন। এ ছাড়া পৌরসভা চত্ত্বরে স্থাপন করা হয়েছে প্রায় সাড়ে ৭শ ফুট গভীর একটি বোরিং। উপজেলা পরিষদের অভ্যান্তরে ও পানি শোধনাগারের পাশে অনুরুপ আরও দু’টি বোরিং স্থাপন হয়েছে। ইতোমধ্যে উপজেলা ও পৌরসভার মধ্যে স্থাপিত বোরিং হতে পাইপ লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। এই বোরিং হতে পানি বিশ্বাসপাড়ার মুল শোধানাগারে পৌছানোর জন্যই পাইপ লাইনের কাজ চলছে বলে জানা গেছে।
এদিকে বিশ্বাসপাড়া মহল্লার নিচে রাইসার বিলের ধারে মুল শোধনাগারের কাজ বেশ তড়িৎগতিতে এগিয়ে চলেছে। প্রায় অর্ধশত শ্রমিক নিরালস ভাবে কাজ করে চলেছেন। ইতোমধ্যে সেখানে সুবিশাল পনির ট্যাংকের কাজ বেশ এগিয়েছে। অনুরুপ ভাবে এগিয়ে চলেছে পানি শোধানাগারের কাজও। বিশাল এই প্রকল্পের কাজ দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি দিনই সেখানে মানুষ যাতায়াত করছেন বলে জানান কর্মরত শ্রমিকরা।
পৌরসভার সহকারী প্রকৌশলী মজিবর রহমান জানান, প্রকল্পের কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে অনেক কাজই দৃশ্যমান হয়েছে। এই কাজ শেষ হলে পৌরবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ হবে বলে আমি মনে করছি।
পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন, ‘আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। বিগত ৫ বছরে যথেষ্ট উন্নয়ন হয়েছে, সেই ধারাবাহিকতায় গত নির্বাচনেও পৌরবাসী আমার উপর আস্থা রেখেছে। আমি পৌরবাসীর সেই আস্থার প্রতিদান দিতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছি। সামনে আরও নানা ধরনের উন্নয়ন কাজ হবে।’ সকল উন্নয়নে তিনি পৌরবাসির সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
খুলনা গেজেট/ এস আই