যশােরের চৌগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ক্লিনিক বন্ধসহ ৪০ হাজার টাকা নগদ অর্থদন্ড করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড সুম্মিতা সাহা এই অভিযান পরিচালনা করেন।
এ সময় নানা অনিয়মের অভিযােগে সরকারী হাসপাতালের সামনে নােভা এইড হাসপাতাল ও মধুমতি হাসপাতাল এন্ড ডায়াগনাষ্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধের পাশাপাশি ৫ ও ১০ হাজার টাকা করে ১৫ হাজার অর্খদন্ড প্রদান করা হয়। একই সময় মায়ের দােয়া ক্লিনিক ও পল্লবী ক্লিনিকে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এ দুটি ক্লিনিক নানা অনিয়মের কারনে যথাক্রমে ২০ ও ৫ হাজার টাকা করে মােট ২৫ হাজার টাকা অর্থদন্ড করার পাশাপাশি তাদেরকে সতর্ক করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড সুস্মিতা সাহা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ সারা দেশে অভিযান চলছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ লুৎফুনাহার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আল ইমরানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এএজে