যশোরের চৌগাছায় তরিকুল হত্যা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ।
অভিযুক্তরা হলেন, ঝিকরগাছা উপজেলার গুলবাগপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে জমির হোসেন, একই গ্রামের কুদরত আলীর ছেলে ডালিম হোসেন, শ্রীচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ডালিম, চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের আবু তায়েব দফাদারের ছেলে বিপুল হোসেন ও ঝিকরগাছার আতুলিয়া গ্রামের আব্দুর রহমান নুনুর ছেলে খবিরুল ইসলাম।
মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের এসআই সোলাইমান আক্কাস শনিবার এ চার্জশিট জমা দেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১০ জুলাই যশোরের চৌগাছা সীমান্তের বড় কাবিলপুর গ্রামের বেলেঘাট কপোতাক্ষ নদের পাড় থেকে তরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ। তরিকুল ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই শফিকুল ইসলাম চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রথমেই খবিরুল ইসলামের নাম আসে। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবদের পর পাঁচ জনের নাম আসে। পুলিশ এ হত্যা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে।
খুলনা গেজেট/কেএ