যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে বায়জিদ হোসেন (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জগদিশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বায়জিদ হোসেন মাড়ুয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
কিশোর বায়জিদ হোসেনের মামাত ভাই টিপু সুলতান বলেন, আমার ভাই পেশায় একজন অটোচালক। সে কিছু দিন পূর্বে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। এ ঘটনার পর থেকে সে মাঝে মাঝে আত্মহত্যা করার চেষ্টাও করে। সড়ক দুর্ঘটনা পর থেকে সে অনেকটা মানুষিক রোগী হয়ে পড়ে। ঘটনার দিন সে বাড়ির সকলের অজানতেই নিজের ব্যবহারের গামছা দিয়ে ঘরের আড়াই গলায় ফাঁস দেয়। এ সময় বাড়িতে কেউ ছিল না। তার মা বাড়িতে ফিরে তাকে ঘরের আড়ায় ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য সুমন মিয়া বলেন, খবর পেয়ে আমি তাদের বাড়িতে যায়। পরে থানা পুলিশের খবর দিলে পুলিশ এসেছিল। মৃত সমশের যেহেতু অনেক বয়স্ক মানুষ এবং তার শরীরে বিভিন্ন রোগ ছিল। স্থনীয়দের মুখে শুনে ও পরিবারের দাবির মুখে লাশের দাফনের অনুমতি দেন। বিকেলে তার জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
খুলনা গেজেট/ টিএ