যশোরের চৌগাছায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় শফিকুল ইসলাম নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত আসামি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাঙ্গীরপাড়া গ্রামের হাশেম পাঠানের ছেলে। ভ্রাম্যমাণ্য আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগোলডাঙ্গা গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় হাতেনাতে আটক হলে তাকে এই শাস্তি প্রদান করেন আদালতের বিচারক চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। এ সময় আদালত মাটি উঠানোর কাজে ব্যবহৃত একটি স্কেভেটর (ভেকু) মেশিন জব্দ করা হয়। এসময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন।
আদালতের বিচারক চৌগাছার এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।’ এসময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যহ থাকবে।
খুলনা গেজেট/এসজেড