খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

চিড়িয়াখানায় বন্যপ্রাণী সংরক্ষণ, একজনের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

যশোরের মনিরামপুরে ঝুমা চিড়িয়াখানায় ৮ প্রজাতির বন্যপ্রাণী ও পাখি উদ্ধার এবং একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করা হয়েছে। অনুমোদনহীনভাবে বিলুপ্ত প্রজাতির প্রানী দখলে রেখে প্রতিপালন ও প্রদর্শনের অপরাধে চিড়িয়াখানার মালিক মোঃ শামসুদ্দিন সরদারকে (৬২) বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৩৭(২) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে র‌্যাব-৬ খুলনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিড়িয়াখানা মালিক মোঃ শামসুদ্দিন সরদার সাতক্ষীরার কলারোয়া থানাধীন রামকৃষ্ণপুরের তালেব আলী সরদারের ছেলে।

জব্দকৃত বন্য প্রাণী ও পাখির মধ্যে রয়েছে, একটি উল্লুক, দু’টি বানর, একটি সজারু, একটি মেছো বিড়াল, একটি গন্ধগোকুল, একটি অজগর, দু’টি গোখরা, তিনটি তিলা ঘুঘু। উদ্ধারকৃত প্রানীগুলোর মধ্যে তিলা ঘুঘু তিনটি ঘটনাস্থলেই অবমুক্ত করা হয়। অন্য প্রানীগুলোকে পরবর্তীতে অনুকূল পরিবেশে অবমুক্ত করার জন্য খুলনা বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বন্যপ্রাণী প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অত্যাবশ্যকীয় উপাদান। তাই বিশ্ব উষ্ণায়নের বর্তমান এই পরিস্থিতিতে সুন্দরবনসহ বন্যপ্রানী সংরক্ষনের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সেই সাথে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে র‌্যাবের এই ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!