খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নের অর্ন্তগত নাচুনিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন চিত্রা নদীর ভাঙ্গন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলানোর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় নাচুনিয়া বাজার চত্বরে মসজিদ কমিটি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে জিও ব্যাগ ফেলানোর উদ্বোধন করেন উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে তেরখাদা উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মসুন্দিয়া খালের ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা চিন্তা করে তাৎক্ষণিক এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও এখানে একটি মসজিদ রয়েছে। যা হচ্ছে আল্লাহর ঘর। এই ঘর রক্ষার্থে যা করা প্রয়োজন সরকার ও আমার পক্ষ থেকে আমরা সবই করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, আওয়ামীলীগ নেতা মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, অবঃ কাস্টমস সহ- কমিশনার ও আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মাহমুদ সাবু মোল্যা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম জুম্মান, আওয়ামীলীগ নেতা হাসিব মোল্যা, মোঃ নজরুল ইসলাম, যুবনেতা হাবিবুল্লাহ পান্নু, সমাজসেবক ইশারত খান,খান চান মিয়া,ইউপি সদস্য গিয়াস খান, প্রাক্তন ইউপি সদস্য নিয়ামত তরফদার, খান সুখ মিয়া, মোঃ মহব্বাত খান, রাজ্জাক বিশ্বাস, মোঃ মহসেন বিশ্বাস, মোঃ ইসহাক মোল্যা, মুক্তিযোদ্ধা জিন্নাত চৌধুরী ও মোঃ সালাউদ্দিন চৌধুরী, মোঃ ইসহাক চৌধুরী প্রমুখ।
খুলনা গেজেট/এএ