খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  ৪৯ টাকা কমে ১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৩৯৩ টাকা
  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

চিতলমারীতে ২টি ডায়াগনষ্টিক বন্ধ, একটি ক্লিনিককে সিলগালা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে একটি ক্লিনিককে সিলগালা ও ২টি ডায়াগনষ্টিক সেন্টারকে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে স্বাস্থ্য বিভাগ এ সিলগালা ও বন্ধ ঘোষণা করেন।

জানা গেছে অভিযানে হাবিবা ক্লিনিককে সিলগালা ও কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে হালদার ডায়াগনষ্টিক সেন্টার এবং বারিশ ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী এ অর্থদন্ডাদেশ দেন চিতলমারী

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান জানান, হাবিবা ক্লিনিকের লাইসেন্স ও নিবন্ধন না থাকায় জেলা সিভিল সার্জন চিঠি দিয়ে বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। তারা সেই নির্দেশকে উপেক্ষা করে প্রতিষ্ঠান চালাচ্ছিল। অপরদিকে হালদার ডায়াগনষ্টিক সেন্টার ও বারিশ ডায়াগনষ্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!