খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

  রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

চিতলমারীতে পাঁচ বাড়ি লকডাউন

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে গত ২৪ ঘন্টায় পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড এ্যান্টিজেন্ট টেস্ট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তদের ৫টি বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেছে। মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান এ তথ্য জানিয়েছেন।

করোনা শনাক্তরা হলেন, শ্যামপাড়া গ্রামের তানভির তালুকদার (২০), মিরাজ তালুকদার (৭০) হিজলা ইউনিয়নের পিরেরাবাদ গ্রামের কনক মন্ডল (৪০), অর্চনা মন্ডল (৩৮) ও রাজ মন্ডল (৬)।

চিতলমারী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, আক্রান্তদের ৫টি বাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় এ পর্যন্ত ৯৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৭০ জন। সুস্থ্য হয়েছেন ৬৭ জন। মারা গেছেন ৭ জন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!