খুলনায় চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার অপরাধে ২ জনকে জেল-জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় একটি মিনি ট্রাকে অভিযান চালিয়ে দুই জনকে আটক এবং ৭২০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। এসময় আটক দুই ব্যক্তিকে দুই মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, আজ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে খুলনা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত জিরো পয়েন্ট এলাকায় একটি মিনি ট্রাকে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৭২০ কেজি চিংড়ি জব্দ করে। রপ্তানিযোগ্য চিংড়িতে জেলি পুশ করার দায়ে দুইজনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত চিংড়ি আইনগত/বিধিগতভাবে ধ্বংস করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ এবং ডিবি পুলিশ।
খুলনা গেজেট /এমএম