হারলেই টুর্নামেন্ট শেষ। এর থেকে চাপের বাক্য বোধহয় একটা দলের জন্য আর হতে পারে না। এমন সমীকরণ মাথায় নিয়েই আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে সেই চাপ সামলে রানের পাহাড় গড়েছে টাইগাররা। ৩৩৫ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাটিং করছে আফগানিস্তান।
ফিফটি করে বড় ইনিংসের পথে এগোচ্ছিলেন হাশমতউল্লাহ। তবে তাকে বেশি দূর এগোতে দিলেন না শরিফুল। এই বাঁহাতি পেসারকে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় ধরা পড়েছেন আফগান অধিনায়ক।
আফগানিস্তানের যেই উইকেটে আসছেন, সেই জুটি গড়ায় মনযোগ দিচ্ছেন। তাতে সফলও হয়েছে তারা। এখনও পর্যন্ত টানা কোন সাফল্য পায়নি বাংলাদেশ। তবে নিয়মিত বিরতিতে উইকেট পাচ্ছে টাইগাররা। সেই ধারাহিকতায় আরও জুটিকে বড় হতে দেয়নি বাংলাদেশ। এবার মিরাজ থামালেন নজিবুল্লাহ জাদরানকে। ১৭ রান করা এই মিডল অর্ডার ব্যাটারকে বোল্ড করেছেন মিরাজ।
২৮তম ওভারের তৃতীয় বলটি সিম-আপ ডেলিভারি ছিল হাসানের। সেখানে ব্যাট চালিয়েছিলেন ইব্রাহিম, টাইমিং হয়নি, তবে এজড হয়ে বল যায় উইকেটকিপার আর প্রথম স্লিপের মাঝামাঝিতে। স্লিপে কেউ ছিলেন না কিন্তু মুশফিক সেটিই কাভার করলেন, ডানদিকে ঝাঁপিয়ে নিলেন দুর্দান্ত এক ক্যাচ। দারুণ ব্যাটিং করছিলেন ইব্রাহিম, তার উইকেটটি তাই ছিল অনেক গুরুত্বপূর্ণ। মুশফিকের অসাধারণ ক্যাচে সেটিই পেল বাংলাদেশ। ইব্রাহিম থেমেছেন ৭৪ বলে ৭৫ রান করে।
খুলনা গেজেট/কেডি