খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

চাকু দিয়ে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে দু’যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বার্মিজ চাকু দিয়ে আতঙ্ক সৃষ্টি ও সেই দৃশ্য মোবাইলে ধারণ করার অভিযোগে দু’যুবককে আটক করেছে পুলিশ। শনিবার তাদের দু’জনকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু উদ্ধার হয়।

আটক হওয় দু’যুবক হল, শহরের শংকরপুরের হারানের মোড়ের নুর ইসলামের ছেলে অনিক ও তার সহযোগী শহরতলীর সুলতানপুর গ্রামের নুর আমিনের ছেলেআলামিন।

কোতয়ালী থানার এএসআই কামাল জানান, আটক অনিক শংকরপুর কলাবাগান ভাঙ্গড়িপট্টি ও সুলতানপুর এলাকায় বার্মিজ চাকু নিয়ে এলাকার লোকজনকে ভয়ভীতি দেখায় এবং ত্রাস সৃষ্টি করে। সেই দৃশ্য মোবাইলে ধারণ ও টিকটক করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এমন দৃশ্য দেখে ওই বার্মিজ চাকু উদ্ধারসহ অনিক ও তার সহযোগী আলামিনকে আটক করা হয়েছে।

শহরতলীর চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির আইসি এসআই আমিনুল ইসলাম জানান, সুলতানপুর এলাকায় বার্মিজ চাকু দিয়ে ত্রাস সৃষ্টি করায় লোকজন আলামিনকে আটক করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ আলামিনকে হেফাজতে নেয়।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, বার্মিজ চাকুসহ আটক অনিক ও আলামিনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!