খুলনা, বাংলাদেশ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ১৩ মে, ২০২৪

Breaking News

  রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০
  সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চাকরি জাতীয়করণেরর দাবিতে সাতক্ষীরায় শিক্ষক সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি

‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন, করতে হবে জাতীয়করণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ রবিবার (১৪ মার্চ) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত এই সমাবশের উদ্বোধন করেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম।

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভপতি এমএ কাশেমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব অরূপ সাহার পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগাঠনিক সম্পাদক ঝরনা বিশ্বাস, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, শিক্ষক নেতা এনামুল হক, শাহজাহান আলী, এমাদুল ইসলাম দুলু, আমিনুর রহমান, বাবলুর রহমান, দিপঙ্কর বিশ্বাস, আবুল কাশেম, মনোরঞ্জন মন্ডল প্রমুখ।

সমাবশে বক্তারা বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিক্ষক জাতীয়করণের ঘোষণা আসবেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের শেষ আশ্রয়স্থল। প্রধানমন্ত্রী ইতিমধ্যে শতভাগ উৎসবভাতা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা আশা করছি খুব শিঘ্রেই প্রধানমন্ত্রীর গৃহীত উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হবে।

বক্তারা আরও বলেন, স্বাধীনতা অর্জনের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেছিলেন। বঙ্গবন্ধু এতোদিন বেঁচে থাকলে অনেক আগেই বেসরকারি শিক্ষকদেরও চাকরি জাতীয়করণের দাবি পূরণ হয়ে যেতো। তাই এই মুজিব বর্ষে বেসরকারি শিক্ষকদের একমাত্র প্রত্যাশা শিক্ষা জাতীয়করণ। দেশে ৩৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয়করণের দাবি নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার শিক্ষকদের দাবি পূরণে উদ্যোগ নিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিএম শামসুল হকের সার্বিক সহযোগিতায় সমাবেশে সহাস্রাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!