খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, স্টেশন মস্টারসহ সাময়িক বরখাস্ত ৩
  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়

গদখালীর ৮০ ফুলচাষিকে প্রণোদনার ৪২ লাখ টাকা ঋণ প্রদান

যশোর প্রতিনিধি

যশোরে ঝিকরগাছা উপজেলার গদখালীর ৮০ জন ফুলচাষিকে সরকারি প্রণোদনার ঋণ প্রদান করা হয়েছে। ঘূর্ণিঝড় আম্পান ও করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ফুলচাষিদের মাঝে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ঋণ প্রদান করা হয়। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি ও মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে পানিসারা ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুুষ্ঠানে ৮০ জন ফুলচাষির মাঝে ৪২ লাখ ৪০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। ফুলচাষিরা ৪ শতাংশ সুদে এ ঋণ পেয়েছেন। এসময় ঋণ গ্রহণকারী চাষিদের সঠিক সময়ে ঋণ পরিশোধের আহ্বান জানানো হয়। যাতে আগামীতে অন্য চাষিরাও এ সুবিধা পেতে পারেন।

মার্কেন্টাইল ব্যাংকের কৃষি ঋণ বিভাগের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত ফজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জি ডব্লিউ এম মোর্তজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক বাদলচন্দ্র বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিমসহ ব্যাংক কর্মকর্তারা।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!