খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

খুলনা সাংস্কৃতিক আন্দোলনের সংবাদ সম্মেলনে নয় দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

খুলনা সাংস্কৃতিক আন্দোলন সমন্বয় কমিটির সংবাদ সম্মেলনে অবিলম্বে শিল্পকলা একাডেমির নির্বাচন, বেকার কবি সাহিত্যিকদের তালিকা, বেতারের মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান বাড়ানোসহ নয় দফা দাবি করা হয়েছে। প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে বুধবার (৫ মে) বেলা ১১ টায় এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমন্বয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান বাবলু।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিসমুহের মধ্যে রয়েছে শিল্পকলা একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন, একাডেমির ভাড়া নির্ধারণ, গল্লামারি বদ্ধভূমিতে নির্মিত স্বাধীনতা স্মৃতিসৌধের প্রস্তাবিত কমপ্রেক্স পূর্ণাঙ্গ বাস্তবায়ন, টেলিভিশন কেন্দ্রে অনুষ্ঠান সম্প্রচারে দ্রুত বাস্তব পদক্ষেপ গ্রহণ ও দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সের পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে বলা হয়, জেলার কবি, শিল্পী, সাহিত্যিকগণ করোনাকালীন সময়ে বড় একটা অংশ কর্মহীন হয়ে পড়ছে এবং মানবেতর জীবনযাপন করছেন। এ সংকটময় মুহুর্তে ২শ’ ৯৯ জনের নামের তালিকা সম্বলিত কর্মহীন কবি সাহিত্যিকদের অনুদান বরাদ্দ করে গত পহেলা ফেব্রুয়ারি ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। এ তালিকার নিরপক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে।

এ সময় তারা দাবি করেন, উক্ত তালিকা অস্বচ্ছতা রয়েছে। উদ্দেশ্যমূলকভাবে অনৈতিকভাবে এ তালিকা প্রণয়নে কোন বিশেষ মহল জড়িত রয়েছে । দূরভিসন্ধিমূলকভাবে অসৎ উদ্দেশ্য নিরপেক্ষতা বর্জিত হয়ে সত্যিকার কর্মহীন শিল্পী, কলা-কুশলী, কবি সাহিত্যিকদের বাদ দিয়ে উক্ত ২ শ’৯৯ নামের তালিকা প্রণয়ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। সংবাদ সম্মেলনে অন্তত এক হাজার জনের নিরপেক্ষ তালিকা সরকার প্রধানের কাছে পাঠানোর দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মি এ্যাডভোকেট মিনা মিজানুর রহমান, সংগীত শিল্পী কামরুল ইসলাম বাবলু, নাগরিক নেতা শাহীন জামাল পন প্রমুখ।

খুলনা গেজেট/এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!