কেএমপি’র পুলিশ লাইন্সের ড্রিল শেডে গ্রান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১টায় সভা অনুষ্ঠিত হয়।
গ্রান্ড কল্যাণ সভায় কেএমপি’র পুলিশ কমিশনার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের অসুবিধা ও প্রত্যাশা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও, কেএমপি’র সকল স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিতকরণ ও জ্বালানি তেল সাশ্রয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা এবং বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনার ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ সৈয়দ এ.কে.এম.এন করিম-সহ কেএমপি’র বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ ও ফোর্স।