খুলনা, বাংলাদেশ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিমসটেক সাইডলাইন বৈঠকে মোদী বলেছেন কোনো ব্যক্তি বা দল নয় রাষ্ট্রের সাথে সম্পর্ক চায় ভারত : প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি
  বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থাকে সহায়তায় নাসার সাথে সমঝোতা চুক্তি সই

খুলনা বিভাগে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনার করোনায় আরো ৫ জনের মৃত্যু.jpg

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৫০ জন।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার (১৮ সেপ্টেম্বর) বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছিল এবং ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১১ হাজার ৪৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪ হাজার ৮৪১ জন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৫৯ জনের। এ ছাড়া যশোরে ৪৮৭ জন, ঝিনাইদহে ২৬৫, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮১, বাগেরহাটে ১৪৪, নড়াইলে ১২০, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ২৭ জন করে। এ ছাড়া খুলনায় ১৫ জন, বাগেরহাট চার জন, সাতক্ষীরায় এক জন, যশোরে পাঁচ জন, নড়াইল চার জন, মাগুরায় দুই জন, চুয়াডাঙ্গায় ও মেহেরপুরে পাঁচ জন করে করোনা শনাক্ত হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!