ঐতিহ্যবাহী খুলনা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সোমবার (৪ এপ্রিল) ক্লাবের নব নির্মিত শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ইফতার মাহফিলে শরীক হন। ইফতার মাহফিলের আগে স্বাগত বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা।
ইফতার মাহফিলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধা, ১৯৭৫ এ বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ অন্যান্য সকল সদস্য, খুলনা প্রেসক্লবের যে সকল সদস্য ও সাংবাদিক এ পর্যন্ত শহীদ হয়েছেন ও স্বাভাবিক মৃত্যুবরণকারী সকল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু ও মঙ্গল কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউসুফ হাবিব।
ইফতার মাহফিলে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, র্যাব-৬ খুলনা’র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোস্তাক আহমদ, ডিজিএফআই’র কর্নেল জিএস সৈয়দ আসাদুজ্জামান, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, এনএসআই এর খুলনা মেট্রো প্রধান মো. জিল্লুর রহমান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মন্ডলীর সভাপতি বেগম ফেরদৌসী আলী, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মেহেদী নওয়াজ, কেএমপি’র ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার ডেপুটি কমিশনার মো. তাজুল ইসলাম, কেএমপির ডেপুটি কমিশনার মনিরা সুলতানা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. মাজহারুল আনোয়ার শাজাহান, খুলনা জেলা আইনজীবী সমিতি’র সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ গাজী মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ইউনিটের সাবেক কমান্ডার সরদার মাহবুবার রহমান, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ্ পি.ইঞ্জ, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর ব্যবস্থাপক (প্রশাসন শাখা) নাজমুল হুদা, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক ড. মোঃ আতাউর রহমান ও পাবলিক রিলেশন অফিসার মোঃ রবিউল ইসলাম সোহাগ, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোস্তফা কামাল, খুলনা শিশু হাসপাতালের তত্ত¡বধায়ক ডাঃ মোঃ কামরুজ্জামান, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, প্রিয়াম ফিস এক্সপোর্ট লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল কাদের, আইডিবি’র প্রকৌশলী মাহবুবুর রহমান শামীম, রোটাঃ সৈয়দ হাফিজুর রহমান, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, জোহরা খাতুন শিশু বিদ্যনিকেতনের পরিচালক আবুল কালাম আজাদ স্বাধীন, ফাতিমা হাসপাতালের সত্বাধিকারী ডা. তারিম, খুলনা বিশ্ববিদ্যায়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক)-এর সাধারণ সম্পাদক এস এম ওয়াসিম মেহবুব, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন এর সাধারণ সম্পাদক নাজমুল আযম ডেভিড, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিক ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেএ