খুলনা জেলা পরিষদে ৯টি সাধারণ পদের মধ্যে ৮টি ভোট হয়েছে। ৫নং ওয়ার্ডে আগেই সাবিনা ইয়াসমিন মুক্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন।
ফলাফলে দেখা গেছে, ১নং ওয়ার্ড দাকোপে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সরোজিত কুমার রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কবির হোসেন খাঁন পেয়েছেন ৩৮ ভোট।
কয়রা উপজেলার ২নং ওয়ার্ডে জি এম আবদুল্লাহ আল মামুন লাভলু ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি জহুরুল হক বাচ্চু পেয়েছেন ২৪ ভোট।
৩নং ওয়ার্ড পাইকগাছায় ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রবিউল ইসলাম গাজী রবি। তার নিকটতম শেখ তৈয়ব হোসেন নূর তালা প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট।
ডুমুরিয়ার ৪নং ওয়ার্ডে এমডি এ হালিম বাবু ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন শাহনেওয়াজ বিশ্বাস শিমুল পেয়েছেন ৬৫ ভোট।
৬নং ওয়ার্ড বটিয়াঘাটায় দিলীপ হায়দার ৫৬ ভোটি পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থী মোল্লা মিজানুর রহমান পেয়েছেন ৩৮ ভোট।
দিঘলিয়া উপজেলার ৭নং ওয়ার্ডে সাইফুল ইসলাম বাবু ও জাকির হোসেন সমান ২৯ ভোট পান। পরে লটারিতে বিজয়ী হয়েছেন সাইফুল ইসলাম বাবু।
৮নং ওয়ার্ড তেরখাদায় নির্বাচিত হয়েছেন এম ডি মফিজ উদ্দিন। তিনি পেয়েছেন ৪৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি আলমগীর হোসেন পেয়েছেন ১২ ভোট।
কেসিসি ও রূপসা মিলিয়ে ৯নং ওয়ার্ড। সেখানে নির্বাচিত হয়েছেন সাবেক প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ। তিনি পেয়েছেন ৯৭ ভোট।
খুলনা গেজেট/এসজেড