খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা
  ৭ ব্যক্তিকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

করোনায় খুলনা জিলা স্কুলের হালিম স্যারের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল হালিম হাওলাদার (৫৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতরাত সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহ্’র জন্য এবং তার কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কণ্যা ও একপুত্র সন্তানসহ আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) জোহরবাদ খুলনা আলিয়া মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে নগরীর টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন মরহুমের ভ্রাতুষ্পুত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার এমএ হাদী।

তিনি জানিয়েছেন, জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল হালিম হাওলাদার সকলের কাছেই হালিম স্যার নামেই পরিচিত। গত ১০/১২দিন আগে তার শরীরে করোনা সংক্রমন শনাক্ত হয়। সেই থেকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতরাত সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। মরহুমের জন্মস্থান বাগেরহাটের মংলায়। তবে জীবনের সর্বাধিক সময় তিনি কাটিয়েছেন খুলনা শহরেই। দেশ-বিদেশে প্রচুর ছাত্র রয়েছে তার। সকলের কাছেই মরহুমের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তিনি।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!