খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
  মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিববাড়ি মোড়স্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ভবন চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ঘরে বসে নারীরা তাদের পণ্য উৎপাদন করে থাকেন। ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা যায়। কালের বিবর্তনে যে সকল ঐতিহ্যবাহী পণ্য হারিয়ে গেছে এ সব মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং এর মাধ্যমে তারা দেশের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। মেলার মাধ্যমে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কুটির শিল্পের প্রচার প্রচারণার মাধ্যমে ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি এবং বৃহৎ শিল্পের দিকে যাবো আমরা। এই মেলার মাধ্যমে পণ্যের সাথে গ্রাহকের সম্মেলন ঘটাতে সহযোগিতা করবে বলে জেলা প্রশাসক আশা করেন। তিনি আরও বলেন, নারীরা যাতে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে সমাজে এগিয়ে যেতে পারে তার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে পুরুষের পাশাপাশি সমানভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক তাহেরা নাসরীণ, কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার এসএম বায়োজিদ ইবনে আকবর ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহসভাপতি সিদ্দিকুর রহমানর বিশ^াস বুলু। স্বাগত বক্তব্য রাখেন বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এম, এনাম আহমেদ। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

৩৫টি স্টলে ১০ দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!