সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার সকালে খুলনার রূপসা সেতুতে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। নিহত পাইকগাছা উপজেলার দক্ষিন বাইনবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা প্রীতিলতা বিশ্বাস। তিনি ওই উপজেলার গড়াইখালী ইউনিয়নের বাইনবাড়িয়া এলাকার বাসিন্দা তাপস কান্তি মন্ডলের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, রোববার (১২ মার্চ) সকালে চোখের চিকিৎসা করানোর উদ্দেশ্যে জামাতার মোটরসাইকেল যোগে তিনি খুলনার কুদির বটতলার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। সকাল সাড়ে ৯টার দিকে রুপসা সেতু এলাকায় পৌঁছালে দ্রুত গতির একটি পরিবহন পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক জামাতা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং
পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা প্রীতিলতা মন্ডলের মৃত্যু হয়।
এব্যাপারে দক্ষিণ বাইনবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়নাথ মন্ডল জানান, চোখের চিকিৎসা করানোর জন্য বৃহস্পতিবার ছুটি নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে সড়ক দুর্ঘটনায় দুর্ভাগ্যক্রমে তাকে লাশ হয়ে গ্রামে ফিরতে হয়েছে।
সর্বশেষ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যুতে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সানা, উপজেলা শিক্ষা অফিসারবৃন্দসহ দক্ষিন বাইনবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ নিহত প্রীতিলতা মন্ডলের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক বিবৃতি জানিয়েছেন।
খুলনা গেজেট/ এসজেড