স্ত্রী হত্যার দায়ে স্বামী মো: আ: গফুর মালীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় গফুর মালী আদালতে উপস্থিত ছিল। সে ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের লিয়াকত মালীর ছেলে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো: আলমগীর হোসেন।
আদালত সূত্র জানায়, হত্যাকান্ডের ৮ বছর পূর্বে ইসলামী শরিয়াত মোতাবেক গফুর মালীর সাথে নিরালা প্রান্তিকার জামির হোসেনের কন্যা মনিরা বেগম মিতার বিয়ে হয়। এর মধ্যে এ দম্পত্তির একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর মেয়ে জানতে পারে স্বামী গফুর মালী মাগুরায় দ্বিতীয় বিয়ে করেছে। এ নিয়ে প্রায় কারণে ও অকারণে মিতাকে মারধর করত স্বামী গফুর মালী।
২০১০ সালের ২৬ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে মিতা। ওইদিন রাত সাড়ে তিনটার দিকে স্বামী গফুর মালী স্ত্রী মনিরা বেগম মিতাকে পূর্ব পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে ওইদিন নিহতের পিতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১১ সালের ৫ জানুয়ারি ডুমুরিয়া থানার এসআই শাহাজাহান আসামি আ: গফুর মালীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।