খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

খুলনায় সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রয় কর্মসূচির উদ্বোধন

গেজেট ডেস্ক

পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর-খুলনা আয়োজিত সুলভ মূল্যে দুধ এবং ডিম বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর শেরে বাংলা রোডস্থ নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি শুরু করেছে। সিটি মেয়র ফিতা কেটে

বৃহস্পতিবার(২৮মার্চ) বেলা ১১টায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কর্মসূচির অনুষ্ঠানে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় দেশের কৃষি ও প্রাণিজ সম্পদের অনেক উন্নতি সাধিত হয়েছে। কৃষিপণ্যের মূল্য এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে ।

তিনি বলেন, কৃষি পণ্যের পাশাপাশি ডিম, দুধসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য সর্বসাধারণের নিকট পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। উৎপাদনকারী ও ব্যবসায়ীরা যদি স্বল্প মুনাফায় ব্যবসা করে তাহলে বাজারে কৃত্রিম সংকট সৃস্টির সুযোগ থাকেনা বলে তিনি মন্তব্য করেন।

সিটি মেয়র সময়োপযোগী এ কর্মসূচি গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রণিসম্পদ অধিদপ্তরের এ উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে। বিষয়টি বিবেচনায় রেখে এ কর্মসূচি দীর্ঘায়িত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক ও প্রাণিসম্পদ দপ্তর-খুলনার বিভাগীয় পরিচালক মো. লুৎফর রহমান। স্বাগত বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বাংলাদেশ পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির খুলনা বিভাগীয় মাহসচিব ও বিভাগীয় সমন্বয়কারী এমএম সোহরাব হোসেন, কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, শিল্প ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি ডাইরেক্টর ড. এবিএম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!