খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

খুলনায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার ৪২তম শাহাদাৎবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

খুলনায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে দোয়া ও সভা অনুষ্ঠিত হয়।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর শোককে শক্তিতে রুপান্তরিত করে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয়ার আহবান জানিয়েছে খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে জিয়াউর রহমান সফল হয়েছেন। জিয়াউর রহমান একটা নতুন স্বপ্ন মানুষকে দেখিয়েছেন। উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। জিয়াউর রহমানের সাফল্য কোথায়? জিয়াউর রহমানের সফলতা হলো-তিনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে এসেছেন। যখন বাংলাদেশের মানুষ হতাশ হয়ে গিয়েছিল, সেই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন এবং একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। সরকার গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। ৪০ লাখ মানুষকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে। এই সময়ে আমাদের এই নেতার শাহাদত বার্ষিকী নতুন করে প্রেরণা যোগাবে।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, তারিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী, মোল্লা খায়রুল ইসলাম, শের আলম সান্টু, বদরুল আনাম খান, একরামুল হক হেলাল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবীর, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল, ফকরুল আলম, ডা. গাজী আব্দুল হক, কেএম হুমায়ুন কবীর, আবু মো. মুরশিদ কামাল, মোল্লা ফরিদ আহদেম, সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, এস এম মুর্শিদুর রহমান লিটন, নাজির উদ্দিন নান্নু, নাসির খান, তরিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মজিবুর রহমান, আরিফুর রহমান, রফিকুল ইসলাম বাবু, মনির হাসান টিটো, জাফরী নেওয়াজ চন্দন, সামছুল বারিক পান্না, যুবদলের নেহিমুল হাসান নেহিম, আব্দুল অজিজ সুমন, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইস্তিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস, তাতী দলের আবু সাঈদ শেখ, স্বেচ্ছসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, মুনতাসির আল মামুন, নাসির উদ্দিন, মহিলা দলের নিঘাত সীমা, কাওসারী জাহান মঞ্জু, পাপিয়া রহমান পারুল প্রমূখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক হোসেন। এছাড়া নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে নানা কর্মসূচি পালন করা হয়। খবর বিজ্ঞপ্তি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!